অবশেষে ২০২২ বিশ্বকাপের তারিখ জানালো ফিফা

রাশিয়া বিশ্বকাপ শেষ না হতেই ২০২৬ সালের স্বাগতিক দেশ নির্বাচিত হয়েছে।আর এ বিশ্বকাপে খেলবে বিশ্বের ৪৮টি দেশ। ২৩তম আসরটি যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২৩তম আসরটিতে ৪৮ দল খেললেও কাতার বিশ্বকাপে ৪৮ দল খেলবে কিনা তা নিশ্চিত নয়।
তবে ৪৮ খেলতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের ২২ তম আসরটি হবে ২০২২ সালে কাতারে।

রাশিয়া আসরের রবিবারের ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে এবারের আসর। তবে এবারের আসর শেষ হওয়ার আগেই আগামী আসরের তারিখ জানালো ফিফা।

আগামী আসরের শুরুর এবং শেষ তারিখটি জানানো হয়েছে ফিফার তরফ থেকে। ২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বকাপ হবে ১৮ ডিসেম্বর। এই প্রথমবারের মতো জুন-জুলাইয়ের বাইরে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জুন-জুলাইতে কাতারের তাপমাত্রার কথা চিন্তা করেই বিশ্বকাপের আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে। ওই সময়ে কাতারের গড় তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে এটাই শেষ বিশ্বকাপ যেটি কিনা শেষ হচ্ছে ৩২টি দলের অংশগ্রহণে।