মালয়েশিয়া সরকার বৈধ হবার এতো সুযোগ দেওয়ার পরও কেনো বৈধ হতে পারছেনা বাংলাদেশীরা?

মালয়েশিয়া তে হাজার হাজার প্রবাসী শ্রমিক আছে যাদের অনেকেই এখনো পালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। হাজারও প্রবাসী গভীর জঙ্গলে মধ্যে জঙ্গল পরিষ্কার করছে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া উন্নয়ন এর কাজ করছে এবং বাংলাদেশে পরিবারদের জন্য টাকা পাঠাছে। অবৈধ শ্রমিক দের সাথে কথা বলে জানা গেলো কেন তারা মালয়েশিয়া গভঃ বৈধ হবার এতো সুযোগ দেয়ার পরও কেন বৈধ হতে পারছেনা।

দেখা যাই বেশির ভাগ মানুষের অভিযোগ তারা কাগজ করার জন্য টাকা দিয়েছে কিন্তু টাকা মাইর খেয়েছে। যে সব কোম্পানি তে কাজ করে, তারা কোম্পানির উর্ধতন কর্মকর্তাদের কে কাগজ করে দেবার জন্য বললে উনারা বলে তারা করে দিতে পারবে না কারন সেই সব কোম্পানির পারমিশন নাই । বাধ্য হয়ে বিভিন্ন এজেন্ট দের কাছে ধরনা দেই।

কাগজ করার জন্য অগ্রিম হিসাবে ৪০০০ রিঙ্গিত অথবা কেও দিয়েছে ৫০০০ রিঙ্গিত। কিন্তু তার কোনো ফল তারা পাইনা । পরে দেখা যাই সেই সব এজেন্টরা চার-পাঁচ হাজার রিংগিত নিয়ে পালিয়েছে, তাদের আর খুঁজে পাইনা। ইমরান ,আছাদ,সজ্বল,মাসুদ, উজ্জ্বল ,সনেট দের মতো শত শত অবৈধ প্রবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নেয়া বনে- জঙ্গলে কাজ করছে।

প্রবাসী শ্রমিক দেলোয়ার বলেন ” বৈধ হবার জন্য ১৮৫০+২০৫+২৮৬+১৯০+৯০০=৩৪৩১ রিঙ্গিত খরচ হয়। কিন্তু মাঝ খানে আরো অনেক দালাল এর কারণে ৮৫০০ থেকে ১০,০০০ রিঙ্গিত গুনতে হয় ভিসা করার জন্য। তারপর ভিসা করতে পারছি না। ”

আর এক বাংলাদেশি প্রবাসী শরীফ বলেন ” আমরা তো মালয়েশিয়া উন্নয়ন এর কাজ করে কিছু টাকা ইনকাম করছি এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাছি এবং আমাদের বাবা মা সন্তানরা খেয়ে বেচে থাকছে। ”