ইয়েমেনের হামলায় ৪ সৌদি সেনা নিহত

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের হামলায় সৌদি আরবের অন্তত চার সেনা নিহত ও কয়েকটি ট্যাংক ধ্বংস হয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশে ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সৌদি সেনাদের এ ক্ষয়ক্ষতি হয়।

কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শুক্রবার রাতে ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ ইউনিট সৌদি আরবের একটি ট্যাংক বহর লক্ষ্য করে হামলা চালায়। সৌদি আরবের আস-সাদিস সামরিক ঘাঁটির কাছে এ হামলা হয়।

হামলা সম্পর্কে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনি সেনাদের হামলা ছিল নিখুঁত এবং বেশ কয়েকজন ভাড়াটে সেনা হতাহত হয়েছে। আল-মাসিরা অন্য এক খবরে বলেছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধারা আসির প্রদেশে সৌদি সেনাদের একটি ফাঁড়ি লক্ষ্য করে জিলজাল-২ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

গত কয়েক মাস ধরে ইয়েমেনের সেনারা সৌদি আগ্রাসনের প্রতিশোধে ক্ষেপণাস্ত্র দিয়ে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।