ভারতে পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা। নিহত ওই যুবকের নাম প্রসেনজিত হাজরা (২৭) ও তরুণী প্রতিমা দাস (১৮)।
কালনা জিআরপি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গুপ্তিপাড়া ও কালনার মাঝামাঝি রেললাইনের ধার থেকে ওই যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সাইকেলও মিলেছে। প্রসেনজিত্ ও প্রতিমা দু’জনেই বিবাহিত।প্রসেনজিতের একটি ছেলেও রয়েছে। দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
প্রসেনজিত মালপাড়ায় মোবাইলের দোকান চালাতেন। বৃহস্পতিবার বিকেলে সাইকেল নিয়ে গুপ্তিপাড়ার দিকে চলে গিয়েছিলেন প্রতিমা। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুজি শুরু করে দেন।
শুক্রবার সকালে জিআরপি গুপ্তিপাড়া ও কালনা স্টেশনের মাঝে কুলিয়াদহ এলাকায় রেললাইনের ধারে দু’জনের দেহ পড়ে থাকার খবর দেয়।
পুলিশ ধারণা করছে, পরিবার তাদের প্রেম মেনে নেয়নি বলে আত্মহত্যা করেছেন।