বিমানবন্দরে গ্রেফতার নওয়াজ শরীফ ও মেয়ে মরিয়ম

বিমানবন্দরে গ্রেফতার- লন্ডন থেকে পাকিস্তানে ফিরেই গ্রেপ্তার হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার কন্যা মরিয়ম নওয়াজ। শুক্রবার রাতে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবেলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে নেয়া হয়েছে। খবর দ্যা ডন।

এর আগে নওয়াজ শরিফের দেশে ফেরার খবরে লাহোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। লাহোর শহরে অতিরিক্ত ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। দুর্নীতির দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছর কারাদণ্ডাদেশ দেন আদালত।

লতের নির্দেশের পর নওয়াজ এক বার্তায় বলেন, ‘জেলকে আমি ভয় পাই না৷ আমি স্বাধীন পাকিস্তানের নাগরিক৷ আমার ভাগ্য কয়েকজন সেনা আধিকারিক ঠিক করবে না।’ তবে জনগণের কথা ভেবেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির এই সাবেক প্রধানমন্ত্রী।

দেশে ফেরার পথে বিমান থেকেই এক ভিডিও বার্তায় নওয়াজ বলেন, ‘দেশে কঠিন সময় চলছে৷ আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি করেছি৷ আমার দশ বছরের শাস্তি হয়েছে এবং আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে৷ কিন্তু আমি চাই পাক নাগরিকরা এটা জানুক যে, আমি এসব তাদের জন্যই করছি।’

স্ত্রী বেগম কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য গত ১৪ জুন সপরিবারে লন্ডন যান নওয়াজ শরিফ। অ্যাভেনফিল্ড এলাকার একটি বাড়িতে বসেই মেয়ে মরিয়ম আর প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক ধরের সঙ্গে বসে মামলার রায় ঘোষণা শোনেন তিনি