প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে শেষ বাধা ছিল স্কটল্যান্ড। তাদের হারাতে পারলেই আগামী নভেম্বরে বিশ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতো বাংলাদেশের মেয়েরা। সেই বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা।
বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে স্কটিশদের ৪৯ রানে হারিয়েছে সালমা বাহিনী।
আমসটেলভিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ২টি চারের সাহায্যে ৩১ করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। এছাড়া দুই ওপেনার শামীমা সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নামা স্কটল্যান্ড বাংলাদেশের মেয়েদের বোলিংয়ে সামনে খুব বেশি এগোতে পারেনি। ওপেনার সারাহ ব্রেস ৩১ ও অধিনায়ক ক্যাথরিন ব্রেস ২১ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট পান।
এ জয়ের ফলে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। টাইগ্রেসরা সর্বশেষ ভারতের অনুষ্ঠিত ২০১৬ সালের বিশ্বকাপেও খেলেছিল।