এক রাতেই ‘ওল্ড লেডি’দের ‘১৫ লাখ’ দিলেন রোনালদো

সারা দুনিয়াজুড়ে রোনালদোর লক্ষ-কোটি ভক্ত। এমন কিছু পাগলা ফ্যান আছে যারা সিআরসেভন যেখানে তাদের সমর্থন সেখানে। তাদের কাছে রিয়াল-পর্তুগাল নেই তারা শুধু রোনালদোকে ভালোবাসে। তাইতো জুভেন্টাসে রোনালদো সাইন করার সাথে সাথে জুভেন্টাসের ফেসবুক, টুইটার পেজগুলোতে এক রাতেই অনুসারী বেড়েছে প্রায় ১৫ লাখ!

রোনালদোর জাদুতে এক রাতেই বদলে গেল তুরিনের ‘ওল্ড লেডি’রা। বিশেষ করে টুইটারে জুভেন্টাসের টুইটার অ্যাকাউন্টে নতুন অনুসারীসংখ্যা বেড়েছে প্রায় ১১ লাখ। টুইটারে জুভেন্টাসের অনুসারীসংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ৬১ লক্ষে। ফেসবুকে দুই দিন আগেও জুভেন্টাসের পেজে লাইক ছিল ৩ কোটি ২০ লাখ। গত দুই দিনে সেটি বেড়ে হয়েছে ৩ কোটি ৩০ লাখ। অর্থাৎ লাইকসংখ্যা বেড়েছে প্রায় ১০লাখের বেশি।

ফেসবুকে জুভেন্টাসের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া কোনো ছবিতে যেখানে টেনেটুনে ৪০ হাজার লাইক পড়ত, সেই একই পেজে জুভেন্টাসের লোগোর সামনে রোনালদোর ছায়ার এক ছবিতেই লাইক পড়েছে ৩০ লাখেরও বেশি। রোনালদো এখানেও তার সমর্থকদের চুম্বকের মতো টেনে এনেছেন।

রোনালদোকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরপরই জুভেন্টাসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭ গুণ। সিরি ‘আ’র দর্শকসংখ্যাও যে এবার গণহারে বাড়বে তার জন্য একটা ধন্যবাদ পেতেই পারেন রোনালদো।

মাঠের খেলায় তিনি জুভেন্টাসকে কতটুকু দিবেন সেটি সময়ের হাতেই তোলা থাক, তবে রোনালদো দলে আসায় জুভেন্টাস কেবল দলগতভাবেই শক্তিশালী হলো না বরং রোনালদো ক্লাবের ব্র্যান্ড আরও উচুঁতে নিয়ে গেলেন।