বাবা খ্রিষ্টান, মা মুসলিম! এমবাপ্পে পালন করেন কোন ধর্ম?

এমবাপ্পে পালন করেন- চলতি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। দ্বিতীয় শিরোপা জয়ের থেকে মাত্র এক ধাপ দূরে আছে তারা। আর ফাইনালে পৌছতে ফ্রান্সের যে কয়েকজন তারকা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে একজন হলে কিলিয়ান এমবাপ্পে।

ফ্রান্সের খেলোয়ার পগবা একজন মুসলিম। তিনি কিছুদিন আগেও ওমরাহ করে এসেছেন। তবে ফ্রান্সের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে কি মুসলিম নাকি খ্রিষ্টান?

বাবা খ্রিষ্টান, মা মুসলিম! এমবাপ্পে পালন করেন কোন ধর্ম?

এমবাপ্পে কিন্তু জন্মসুত্রেই ফ্রান্সের নাগরিক নয়। তার বয়স যখন দুই বছর তখন তার বাবা মা তাকে নিয়ে ফ্রান্সে চলে আসে। তার বাবা ছিল খ্রিষ্টান এবং মা ছিল মুসলিম।

বাবা ক্যামেরুনের নাগরিক এবং মা আলজেরিয়ার। তাই এই দম্পত্তির ঘরে জন্ম নেয়া কিলিয়ান এমবাপ্পে কোন ধর্ম পালন করেন সেটাই ভক্তের সবচেয়ে আগ্রহের বিষয়।

তবে বাবা এবং মায়ের ধর্মের বিষয়ে পরিচয় পাওয়া গেলেও এমবাপ্পে কোন ধর্ম পালন করেন সেটা কিন্তু এখনো জানা যায়নি