আর্জেন্টিনার ভবিষ্যত মাচেরানো! কে এই যুবক ?

আর্জেন্টিনার ভবিষ্যত- রাশিয়া বিশ্বকাপে দলের পরাজয়ের কারণ হিসেবে রক্ষণ, মাঝমাঠ ও গোলরক্ষকের ভূমিকা ছিল অন্যতম। তাই এএফএ জোর দিচ্ছে রক্ষণ, মাঝমাঠ ও গোলরক্ষকের দিকে। সে ক্ষেত্রে ফেডারেশন ডিফেন্সে যাদের চিন্তা করছে তাদের সকলের বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। পাশাপাশি তাদের উচ্চতা ৬ ফিট এর ওপরে।

তবে সেই তালিকায় অনেক এগিয়ে আছে মার্কোস ও পেরেজ। এই ২ তরুণ খেলোয়ার ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। তাদের উচ্চতা খেলার ধরন বয়স সবকিছুই যথাযথ স্থান অবস্থান করছে বলা চলে। তাই আর্জেন্টিনার ভবিষ্যত মাচেরানো যা এরাই সেটা বলা বাকি নেই।

হুয়ান মার্কোস ফয়েথ: ২০ বছর বয়সী এ খেলোয়াড় গত মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটসপারে যোগ দিলেও মাঠে নামার সুযোগ পাননি। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ ফুটবলারের জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি। তবে অনুর্ধ্ব ২০ দলের হয়ে ১২টি ম্যাচে অংশ নিয়েছেন। মার্কোসের সবচেয়ে বড় দিক হচ্ছে এই তারকা খেলেন মাচেরোনোর পজিশনে। তাই আর্জেন্টিনার ভবিষ্যত মাচেরানো হিসেবে তাকেই দেখা যেতে পারে।

নেহুয়ান পেরেজ: স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের ‘বি’ গ্রুপে খেলছেন ১৮ বছর বয়সী পেরেজ। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার আলবিসেলেস্তেদের জার্সি এখনও গায়ে জড়াতে পারেননি। তবে অনুর্ধ্ব ১৭ দলের হয়ে ৪টি ম্যাচে অংশ নিয়েছেন।জানে