হ্যারিকেনের এক বুক কষ্ট

হট ফেভারিট না হয়েও বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ইংল্যান্ডকে টেনে তুলেন হ্যারিকেনরা। কিন্তু বুধবারের (১১ জুলাই) মহারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে ৫০ বছর আগে শিরোপা জেতা দলটি।

এই হারে ইংল্যান্ডের যতটুকু না পুড়বে তার চেয়ে বরং কয়েক গুন বেশি পুড়বেন অধিনাযক হ্যারিকেন। কারণ চলতি বিশ্বকাপ এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার নাম। ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার উর্ধ্বে তিনি। তাকে ছুঁতে আরো তিনটি গোল করতে হবে এমবাপ্পেকে। যা নিতান্তই অসম্ভব। কারণ আর মাত্র একটি ম্যাচ বাকি আগে ফ্রান্সের। তাই বলা চলে, কেনই হচ্ছেন এই আসরের গোল্ডেন বুটের মালিক।

বিশ্বকাপের সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর হ্যারিকেইন বলেছেন, ‘এই হার কঠিন-হতাশার। ম্যাচের পুরোটা সময় জুড়ে আমরা অনেক খেটেছি। আমরা যখন ফিরে তাকাব, তখন দেখব বেশ কয়েকটি জায়গায় আরও ভালো কিছু করতে পারতাম।’

ম্যাচে ভুল কী ছিল এখনই বলা কঠিন মনে করছেন কেইন, ‘আমরা যখন ১-০ গোলে এগিয়ে গেলাম তখন ভালো সুযোগ তৈরি করেছিলাম। হয়তো অনেক যদি..কিন্তু আছে, কিন্তু এই খেলায় সেটা বেশ কম। এটা (কী ভুল হয়েছে) বলা কঠিন। আমরা আরও ভালো করতে পারতাম। ক্রোয়েশিয়া ভালো খেলেছে এবং আমাদের জন্য কঠিন করে তুলেছিল ম্যাচ। সমস্যা বের করা কঠিন।’