বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ নিয়োগ

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা যায়, দক্ষিণ আফ্রিকান কোচ রায়ান কুক শুক্রবার (১৩ জুলাই) বাংলাদেশ দলের সঙ্গে জ্যামাইকাতে যোগ দিবেন।

বর্তমানে গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ এবং টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন কুক। এছাড়া বিগ ব্যাশের হোবার্ট হ্যারিকেনসের সহকারী কোচেরও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যুব দলের সহকারী কোচও ছিলেন এই আফ্রিকান নাগরিক।

প্রসঙ্গত, ২০১৪ সালের আগস্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দেয় জিম্বাবুয়েতে জন্ম নেয়া হ্যালসলকে। চার বছর দায়িত্ব পালন করে গত ২০ মার্চ বিদায় নেন তিনি।