ব্রিটিশ মিডিয়াকে ধুয়ে দিলেন মদ্রিচ

ইংল্যান্ড বিশ্বকাপের সেমি ফাইনাল খেলবে অথচ ব্রিটিশ মিডিয়া বাড়াবাড়ি করবে না, তা কি করে সম্ভব? স্বাভাবিকভাবেই তারা ক্রোয়েশিয়ার নানান দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করেছে। আর সেটাই কাল হয়েছে সাউথগেটের শিষ্যদের। মদ্রিচের ভাষায়, ওইসব সমালোচনা তাদের উত্সাহ যুগিয়েছে!

গতরাতে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মদ্রিচ-রাকিটিচরা। জয়ের পরে ইংলিশ মিডিয়ার সমালোচনা করে বি-ইন স্পোর্টসকে মদ্রিচ বলেন, কিছু সাংবাদিক ও পণ্ডিতরা টেলিভিশনে এই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আমাদের ক্লান্ত বলে সমালোচনা করেছেন; তারা আমাদের চলন্ত অথচ মৃত বলেছেন। তাদের আরো নম্র আর শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিলো।

মদ্রিচ বলেন, এটা এখন সবকিছু। এটা আমাদের কাছে তথা পুরো ক্রোয়েশিয়ার কাছেই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার মতো বিষয়। এই বিশ্বকাপের আগে কেউ আমাদের সুযোগ দেয়নি। কিন্তু পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের মান, ইচ্ছা, একতা এবং লড়াই করার মানসিকতা মিলে আজ আমরা ফাইনালে।