সৌদিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ ঘোষণা: সৌদি আরব সরকার এর কাছ থেকে যে ভাবে আউট পাস পাবেন জেনে নিন প্রবাসীরা

যখন কোন বাংলাদেশি নাগরিককে সৌদি আরব হতে বাংলাদেশে ফেরত যেতে হয় এবং তার কাছে বৈধ পাসপোর্ট থাকেনা বা নতুন পাসপোর্ট সংগ্রহ করার মত সময় থাকেনা এমতাবস্থায় জরুরী ভিত্তিতে বাংলাদেশে ফেরত যাওয়া সহজতর করার জন্য জরুরী অবস্থা বিবেচনা করে সৌদি আরব হতে বহিঃগমন ভিসাথাকা বা পাওয়ার নিশ্চয়তা থাকলে দূতাবাস হতে আউট পাস প্রদান করা হয়। এটা সাধারন কারন তবে আরো কিছু কারনে আউট পাস ইস্যু করা হয়।

যেসব প্রবাসীর জেল/ডিপোর্টেশন সেন্টার/ সেফ হাউজ এ আটক থাকেন এবং তাদের কাছে পাসপোর্ট থাকেনা এক্ষেত্রেও দূতাবাস হতে বিনামূল্যে আউটপাস প্রদান করা হয়। এছাড়া মৃতমৃত বাংলাদেশি নাগরিকদের জন্য,জেল/ডিপোর্টেশন সেন্টার/সেফ হাউজ এ আটক নয় এমন বাংলাদেশি নাগরিকদের জন্যও জরুরী প্রয়োজনে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয়।

অনেকেই মনে করে থাকেন যে দূতাবাস হতে আউট পাস সংগ্রহ করলেই সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি দেশে ফেরত যেতে পারবেন যা একটি ভূল ধারনা। সৌদি আরব হতে ফেরত যেতে হলে বহিঃগমন ভিসা বা “বয়ানুস সাফার” অবশ্যই থাকতে হয়। জেল/ডিপোর্টেশন সেন্টার/সেফ হাউজ এ আটক বাংলাদেশি নাগরিকদের আউট পাস বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর অধিনস্থ শ্রম কল্যাণ উইং ইস্যু করে থাকে।

কবে আউট পাস ইস্যু হবে, কোথায় একং কোন মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে