গত ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াংরাইর থাম লুয়াং গুহাতে আটকা পরে ম পা ফুটবল দলের ১২ সদস্য এবং তাদের কোচ। দীর্ঘ ১৭ দিন পর তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়। এরপরেই সারা ফুটবল বিশ্বের আমন্ত্রণে ভাসছে তারা। বিশ্বের সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা পৃথক পৃথক বার্তায় সেই ফুটবল দলের সদস্যদের সান্তিয়াগো বার্নাব্যু এবং ন্যু ক্যাম্পে খেলা দেখার আমন্ত্রণ জানায়।
থাইল্যান্ডে স্প্যানিশ এম্বাসেডর এমিলিও দে মিগুয়েলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে ক্লাব দু’টি। কিশোররা উদ্ধার হওয়ার তাদের সুস্থতা কামনা করে এম্বাসেডরের মাধ্যমে তাদেরকে বার্নাব্যু এবং ক্যাম্প ন্যুতে খেলা দেখতে আসার আমন্ত্রণ জানায়। আগামী মৌসুমের যেকোন ম্যাচের সময় হয়তো তাদেরকে স্পেনের এই ক্লাব দুটির খেলার সময় মাঠে দেখা যাবে।