নাহলে ধ্বংস করে দিন সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, হয় তাজমহলের সৌন্দর্য ফিরিয়ে আনুন, না হলে ধ্বংস করে দিন। গতকাল বুধবার কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশের সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করে দেশটির শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সরকারকে বলেছে, আপনারা তাজমহলকে বন্ধ করতে পারেন, যদি সেটাই মনে করেন। আপনারা চাইলে ধ্বংসও করতে পারেন। একইসঙ্গে মধ্যযুগের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাঠামো সংরক্ষণের বিষয়টি এক আশাহীন লক্ষ্য হয়ে উঠেছে বলেও তির্যক মন্তব্য করেছে শীর্ষ আদালত। পাশাপাশি তাজমহলের সংরক্ষণ, সুরক্ষায় ভিশন ডকুমেন্ট পেশ করতে না পারায় উত্তরপ্রদেশ সরকারের প্রতিও তীব্র উষ্মা প্রকাশ করে বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চ। তারা বলেছেন, তাজমহল রক্ষায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট দিলেও সরকার কোনো সুস্পষ্ট পদক্ষেপ করেনি।