গুহা থেকে ফেরা থাই কিশোর ফুটবল দলকে স্পেনের আমন্ত্রণ

গুহায় ১৮ দিন আটক থাকার পর জীবিত উদ্ধার পাওয়া থাইল্যান্ডের ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে ‘হিরো’ উপাধি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্পেনের লা লিগা ফুটবল লিগ কর্তৃপক্ষ।

স্প্যানিশ ফুটবলের সভাপতি জাভিয়ার তেবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘যখন ছেলেরা সবাই সুস্থ হয়ে উঠবে এবং সুযোগ পাবে তখন লা লিগার ম্যাচ দেখার জন্য আমি সবাইকে ব্যক্তিগতভাবে আতিথেয়তা দিতে প্রস্তুত। আমরা তাদের মধ্যে ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে চাই। আশা করি কয়েক সপ্তাহ পর আমরা তাদেরকে আতিথেয়তা দিতে পারব।’

গত ২৩ জুন প্রচণ্ড বৃষ্টির কারণে উত্তর থাইল্যান্ডের এক পাহাড়ী গুহায় আটকা পড়ে ওয়াইল্ড বোরস ফুটবল ক্লাবের ১২ কিশোর ও তাদের কোচ। তিনি বলেন, ‘আমরা এইসব ফুটবল হিরোকে দেখতে চাই। আটকে পড়া কিশোরদের একজনের গাড়ে ছিল রিয়াল মাদ্রিদের জার্সি।