হাসপাতালে কেমন আছে গুহা থেকে বের হওয়া কিশোররা?

থাইল্যান্ডের অভিশপ্ত গিরিগুহা থেকে বের হয়ে এখন হাসপাতালে সময় কাটছে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচের। উদ্ধারের পর গতকাল প্রথম তাদের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুখে মাস্ক ও হাসপাতালের পোশাক পরিহিত অবস্থায় কিশোরদের দেখা গেছে। ক্যামেরার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছে তারা। আঙ্গুলে ভি চিহ্ন তুলে বিজয়ের বার্তাও দিয়েছে এক কিশোর। এ সময় হাসতেও দেখা গেছে কিশোরদেরকে।
কাচের জানালা দিয়ে কিশোরদের দেখছে স্বজনরা

হাসপাতালে কিশোরদের যে কক্ষে রাখা হয়েছে তার পাশে তাদের স্বজনদের দেখা গেছে। সেখান থেকে কাচের জানালার ভেতর দিয়ে তারা কিশোরদের দেখছে।

চিকিৎসকরা বলেছেন, তাদের ধারণার চেয়েও ভালো শারিরীক ও মানসিক অবস্থায় আছে তারা।
হাসপাতালে কিশোররা

তবে কর্তৃপক্ষ বলেছে, তাদের কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এদিকে, এক রিপোর্টে বলা হয়েছে, ভয়াবহ উদ্ধার অভিযানের সময় কিশোর ফুটবলার ১২জন এবং তাদের কোচকে এক ধরণের ঔষধ দেয়া হয়েছিল, যাতে তারা আতঙ্কিত না হয়।