বেবাগা
শরীফ সাথী
বাবা মায়ের দেখানো পথে চলেছি বেবাগা হইনি কখনো ৷
এ যুগের সন্তান আমার সন্তান কেন বেবাগা চলবে?
কেন বেবাগা হবে?
মানুষ হবে ভাল মনের, মানের ৷ আর যদি বেবাগা হয়?
অবাধ্য চলে? তাহলে দ্বায় এড়াবো কিভাবে?
সবার কাছে…প্রশ্ন?
বিবেক
শরীফ সাথী
বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে বাস্তবতা
রন্ধে রন্ধে প্রবেশকৃত দূর্নীতির শিকড় পঁচতে, বিনাশ করতে
বিবেক ছাড়া হাতিয়ার আর কি আছে?
বিবেক তুমি জেগে ওঠো জাগাতে ৷ মননে ধৈর্যে ঐশর্যে
প্রকৃত মানুষ বানাতে ৷
বিবেক তুমি মিশে থাকো অন্তরে
শিরা উপশিরার প্রতিটি প্রান্তরে
বিবেক তুমি বিরাজ কর চোখের চাহনীতে, মুখের কথাতে, আচরণে
মানুষ হওয়ার প্রয়োজনে ৷