অবশেষে আলো ছড়ালেন মোস্তাফিজ ও সানজামুল

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ মিস করেছেন মুস্তাফিজ, কিন্তু ওয়ানডে সিরিজে ঠিকই আছেন এই কাটার মাস্টার। তবে তার আগে নিজেকে ঝালাই করে নেয়ার জন্য সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদশ ‘এ’ দলে।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের তৃতীয় চারদিনের ম্যাচটা খেলতে নেমেছিলেন। বাংলাদেশের কাটার মাস্টার বিস্ময় বাঁহাতি পেসার ফিজ ৩ উইকেট নিলেন।

মোস্তাফিজের বোলিংঃ ১১ ওভার বল করে ২ মেইডেন দিয়ে ৪৪ রান দিয়ে তার ৩ উইকেট শিকার করেছেন।একটি ওয়াইড ও ৪টি নো বল করেছেন।মোস্তাফিজুর রহমান যে ম্যাচ ফিটনেস বেশ ফিরে পাচ্ছেন সেটা এক সুখবর।
স্পিনার সাঞ্জামুল শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন।বুধবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ‘এ’ দল অবশ্য ৯ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে।

ব্যাট হাতে সিলেটে তাদের প্রথম দিনটা ভালো যায়নি। ১৬৭ রানে অল আউট হয়েছিল দল। জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে লঙ্কানদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু। ৩১২ রানে তারা অল আউট।

দ্বিতীয় দিন স্বাগতিক দল শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে।দিনের শুরুতে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়েছেন ফিজ। কিন্তকু আগের তিন থেকেই শক্তহাতে দলের হাল ধরা জিহান জয়াসুরিয়া বড় ইনিংস খেললেন।

৫৩ রানে দিন শুরু করে ১৪২ রান করলেন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হয়েছেন ফিজেরই বলে। এরপর লঙ্কানদের নিচের দিকটা সামলেছেন বাঁহাতি স্পিনার সানজামুল। তার বোলিং ফিগার ২৮.১-৪-১০৪-৪। টিনএজার অফ স্পিনার নাঈম হাসান নিয়েছেন ২ উইকেট।