পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

ত্রিজাতীয় সিরিজ শেষ হতে না হতেই ফের ব্যাট-বলের যুদ্ধে নামছে পাক-জিম্বাবুয়ে। ১৩ জুলাই থেকে স্বাগতিকদের সঙ্গে পাঁচটি ওয়ানডে খেলবেন সরফরাজরা। এ জন্য বুধবার (১১ জুলাই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের এই স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন দেশটির সিনিয়র অভিজ্ঞ ব্যাটসম্যান সোলেমান মিরে। সদ্য শেষ হওয়া সিরিজে দারুণ ফর্মে থাকা মিরে ৯৪ ও ৬৩ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলে সবার নজর কাড়েন। অথচ তাকে ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পথ মাড়ি দিতে হবে জিম্বাবুয়েকে।

হতাশাজনক তথ্য হলো, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি ব্রেন্ডন টেইল, সিকান্দার রাজা, ক্রেমার ও উইলিয়ামসের মতো তারকারা।

এক নজরে দেখে নিন জিম্বাবুয়ের ১৬ সদস্যের স্কোয়াড

ব্রায়ান চ্যারি, টেন্দাই চাতারা, চামু ছিবাবা, এলট চিগুাম্বুরা, টেন্দাই চিসোরো, তিনাশে , হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, রায়ান মারে, তরিসাই মুসাকান্দ, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, লিয়াম রোচ, ডোনাল্ড তিরিপানো, ম্যালকম ওয়ালার।