জাপানে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৯

মঙ্গলবার (১০ জুলাই) ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এতে সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কচ্ছেদ হলো তার।

ঠিক একই দিন ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন আলজেরিয়ান তারকা রিয়াদ মেহেরাজ। ২০১৪ থেকে ২০১৮ মোটে চার বছর লেস্টার সিটির হয়ে খেলে ৪২টি গোলের দেখা পান তিনি।

সর্বশেষ তথ্যমতে, পাঁচ বছরের চুক্তিতে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন রিয়াদ।

কাঙ্ক্ষিত ক্লাব ম্যানচেস্টারে যোগ দেয়ার পর ক্লাবটির ওয়েবসাইটে ভক্তদের উদ্দেশ্যে রিয়াদ বলেন, ‘আমি খুবই খুশি ম্যানসিটিতে যোগ দিতে পেরে। তারচেয়ে বেশি খুশি গার্দিওয়ালার অধীনে সেরাটা উপহার দিতে পারবো বলে।’

এসময় তিনি আরো বলেন, ‘পেপ সব সময়ই অ্যাটাকিং ফুটবল খেলাতে পছন্দ করেন। আর এটি আমারও পছন্দের। আশা করছি ম্যানসিটিতে আমি আমার সেরাটা দিতে পারবো।’

সর্বোপরি রিয়াদ বলেন, ‘আমি মনে করি আসন্ন মৌসুমে আমরা সফল হবো এবং নিজেদের আরো সম্মৃদ্ধ করব।’