প্রথম সেমি ফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স-বেলজিয়াম

রাশিয়ার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স ও বেলজিয়াম। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। ১৯৮৬ সালের পর এবারই প্রথম সেমি ফাইনাল খেলছে বেলজিয়াম। অন্যদিকে ফরাসিরা সর্বশেষ শেষ চারে খেলেছে ২০০৬ সালে।

নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে ফরাসি একাদশে ফিরেছেন মাতুইদি। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে বেলজিয়াম একাদশে নেই টমাস মুনিয়ের।

বেলজিয়াম একাদশ : থিবাত কর্তোয়া (গোলরক্ষক), ভিনসেন্ট কম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুয়েন, ম্যারুয়েন ফেলাইনি, মুসা দেম্বেলে, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড ও নাসের চ্যাডলি।

ফ্রান্স একাদশ : হুগো লরিস (গোলরক্ষক, অধিনায়ক), স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরু, মাতুইদি ও কাইলিয়ান এমবাপে।