ফ্রান্সের অনুশীলনে কেন নেই এমবাপে?

আলোচনায় ছিলেন আগে থেকেই, তবে বিশ্বকাপে এসে প্রচারের আলোটা আরও বেশি করে পড়েছে কাইলিয়ান এমবাপের ওপর। ফ্রান্সের সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফরোয়ার্ডই প্রতিপক্ষদের মনে ভয় ছড়াচ্ছেন বেশি। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের আগের দিন তিনিই নেই ফ্রান্সের অনুশীলনে!

তাহলে কি চোটে পড়ছেন প্যারিস সেন্ত জার্মেই তারকা? সোমবার ফ্রান্সের অনুশীলনে তার না থাকাটা প্রশ্নের সঙ্গে সংশয়ের জন্ম দেয় ফরাসি সমর্থকদের মনে। তা হওয়া স্বাভাবিকই। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে এখন পর্যন্ত ৩ গোল করেছেন এমবাপে। যার মধ্যে দুটি শেষ ষোলোতে করেছেন আর্জেন্টিনাকে হারানোর পথে।

সমর্থকদের মনে শঙ্কার মেঘ জন্মালেও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, পুরো স্কোয়াড নিয়েই তিনি নামতে যাচ্ছেন বেলজিয়ামের বিপক্ষে। রবের্তো মার্তিনেসের দলের মুখোমুখি হওয়ার আগে খেলোয়াড়দের বিশ্রামে রাখার ব্যাখ্যা দিয়েছেন দেশম। মূলত চোট থেকে খেলোয়াড়দের দূরে রাখতেই অনুশীলনের ঝুঁকি নেননি ফরাসি কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘কেউ ছিটকে যায়নি। সতর্কতার জায়গা থেকে আমরা আসলে আমাদের সেরা কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলাম। আগামীকাল (মঙ্গলবার) প্রত্যেকেই ভালোভাবে পাওয়া যাবে।’

এমবাপে না থাকলেও দলের অন্য সদস্যরা করেছেন হালকা অনুশীলন। বেঞ্জামিন পাভার্দ ও এগোলো কাঁতে সতীর্থদের থেকে আলাদা হয়ে করেছেন অনুশীলন। তারা গোল হয়ে হালকা দৌড়ে সেরেছেন সেমিফাইনালের প্রস্তুতি।