বেলজিয়ামের ‘কৌশল’ রুখে দিতে প্রস্তুত ফ্রান্স

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স। ম্যাচটিতে শুধু লুকাকু-ডি ব্রুইনদের বিপক্ষে এমবাপ্পে-পগবাদের লড়াই নয় বরং আজ ডাগ আউটে শীতল যুদ্ধে লড়বেন রবের্তো-দেশম।

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, মঙ্গলবার পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া সেমি-ফাইনালে যারা জিতবে আক্ষরিক অর্থে তারাই হবেন এবারে আসরের চ্যাম্পিয়ন। এ নিয়ে তাদের যুক্তিও সম্মৃদ্ধ।

ফ্রান্সের মতো রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচ জেতা বেলজিয়াম প্রি-কোয়ার্টারে ‘ফলস নাইন’ হিসেবে খেলে বেশ সাফল্য পায়। এদিন কোচ রবের্তো স্ট্রাইকার রোমেলু লুকাকুকে জায়গা ছেড়ে দিয়ে মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে কাজে লাগান। তার এই পরিকল্পনাটা দারুণ কাজে লাগে। ফলে ব্রাজিলের মিডফিল্ড অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল।

তাই তো আজ আখেরি লড়াইয়ের আগে শীর্ষদের প্রস্তুত থাকার জন্য বলেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনে দেশম বলেন, আমরা এই পর্যায়ে মোটেও ভাগ্যক্রমে পৌঁছাইনি। ব্রাজিলের বিপক্ষে বিশেষ এক কৌশল নিয়ে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। আমাদের বিপক্ষেও তারা এরকম কিছু করবে কি-না? হয়তো।

‘তাদের দল আক্রমণভাগে গতি বাড়ায়। তারা এই মান ধরে রাখবে। কিন্তু ব্রাজিলের বিপক্ষে মার্তিনেস মিডফিল্ডে জোর দিয়েছিল’

‘তারা খুব দ্রুততার সঙ্গে আক্রমণে ওঠে। তাই আমি নিশ্চিত করেছি, ম্যাচের শুরু থেকে যে কোনো পরিস্থিতি বা ম্যাচ চলার সময় পাল্টানো পরিস্থিতির জন্য আমার খেলোয়াড়রা যেন প্রস্তুত থাকে।’