‘ফাইনালের আগেই যেন ফাইনাল হতে যাচ্ছে’

ফুটবল আমার অত্যন্ত প্রিয় খেলা। আমি সব সময় বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করি। প্রতিটি খেলাই বেশ উপভোগ করি। এবারও তাই হয়েছে। তবে এবার বিশ্বকাপের রঙ কিছুটা ভিন্ন। কারণ, বেশিরভাগ ফেভারিট দল বাদ পড়ে গেছে।

ইতালির মতো টিমতো বিশ্বকাপেই উঠতেই পারেনি। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম। এই দুটি টিমই নিজেদের প্রমাণ করে এ পর্যন্ত এসেছে। বিশেষ করে বেলজিয়ামকে নিয়ে এতটা প্রত্যাশা বিশ্বকাপ শুরুর আগে করেনি কেউ।

কিন্তু তারা যেভাবে খেলছে তাতে তাদেরকে আটকানোটা বেশ কঠিন হয়ে যাবে ফ্রান্সের জন্য। আর ফ্রান্সও সহজে হার মেনে নেবে না। ফ্রান্সের বিশেষত্ব হলো তারা পুরো টিম পূর্ণ গতি নিয়ে খেলে। এই গতিটা অব্যাহত থাকলে বেলজিয়ামের জন্য জেতা কষ্টকর হয়ে যাবে।

মোদ্দা কথা, আমার মনে হয় বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আজ। ফাইনালের আগেই যেন ফাইনাল হতে যাচ্ছে। যদিও আমি নিজে ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের ছন্দময় খেলা আমি অত্যন্ত উপভোগ করি। এবারও প্রত্যাশা করেছিলাম ব্রাজিল ফাইনাল পর্যন্ত যাবে।

তবে বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনালে হেরে যায় তারা। নিজেদের স্বাভাবিক খেলাটা তারা খেলতে পারেনি। পূর্ণ ছন্দেও পাইনি ব্রাজিলকে।

এছাড়া এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেনের মতো দলগুলোও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বিশ্বকাপে। এর কারণে গত কয়েকবারের তুলনায় এবারের বিশ্বকাপটা একেবারেই আলাদা মনে হয়েছে আমার কাছে। তবে অবশ্যই যোগ্য দলই এবার চ্যাম্পিয়ন হবে।