স্পেনের কোচ হলেন এনরিকে

স্পেন জাতীয় দলের নতুন কোচ হলেন লুই এনরিকে। ২ বছরের চুক্তিতে আগামী ইউরো পর্যন্ত লা ফিউরিয়া রোজাদের দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার। একই সঙ্গে নতুন ক্রীড়া পরিচালকও নিয়োগ দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্পেনের কোচ থাকা অবস্থায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ায়, বিশ্বকাপ শুরুর ২ দিন আগে বরখাস্ত করা হয় জুলেন লোপেতেগুইকে। বিশ্বকাপে রামোস-কস্তাদের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় ছিলেন ফার্নান্দো হিয়েরো। তবে সাবেক এই ফুটবলাররের অধীনে ভালো করতে পারেনি স্পেন।

গ্রুপ পর্বে দুই ড্র আর এক জয় নিয়ে সেরা ১৬’তে গেলেও, রাশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয় তাদের। এরপরেই নতুন কোচের সন্ধানে ছিলো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। বেশ ক’জনের নাম আলোচনায় আসলেও, শেষ পর্যন্ত বার্সার সাবেক কোচ এনরিকেই পেলেন গুরুদায়িত্ব।

বার্সেলোনার কোচ হিসেবে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা আছে ৪৮ বছর বয়সী এনরিকের। এ সময় মেসি-সুয়ারেজদের ৯টি শিরোপা জয়ে অবদান রাখেন সাবেক এই ফুটবলার। স্পেনের জার্সিতে ৬২ ম্যাচ খেলা এনরিকে, দলের হয়ে জিতেছেন ১৯৯২ অলিম্পিক স্বর্ণপদক।