থাই গুহা থেকে উদ্ধার আরও ২ ক্ষুদে ফুটবলার


থাইল্যান্ডের গুহায় আটকে থাকা খুদে ফুটবলারদের মধ্যে থেকে আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে তাদের দুজনকে উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১০ জনকে উদ্ধার করা হলো। এখনও গুহার ভেতরে ৩জন আটকে রয়েছে।

এর আগে তৃতীয় দিনের মতো মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় উদ্ধার অভিযানে নামে ব্রিটিশ ও থাই ডুবুরি দল।

উল্লেখ্য, গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। রবিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় তাদের উদ্ধার অভিযান।