৬ বছর সংসার করার পর ধরা পড়লেন স্ত্রীর কাছেবিয়ে করেছেন প্রায় ৬ বছর আগে। বেশ ভালোই যাচ্ছিল দু’জনের সংসার জীবন। কিন্তু বিয়ের এত বছর পরে এসে স্বামীর আসল ধর্মীয় পরিচয় জানতে পারেন স্ত্রী। ব্যস, তখন থেকেই শুরু হয় সমস্যা।
ভারতের উত্তরপ্রদেশের মেরঠের এক নারী দাবি করেন, ৬ বছর সংসার করার পর তিনি বুঝতে পেরেছেন, তার স্বামী একজন মুসলিম। এখন তাকেও ধর্মান্তরের চাপ দিচ্ছেন তার স্বামী। অথচ হিন্দু পরিচয় দিয়ে তাকে বিয়ে করেছিলেন তিনি।
জানা গেছে, গত শনিবার বজরং দলের লোকজনকে নিয়ে মেরঠের পুলিশ সুপারের কাছে হাজির হন ওই নারী।
ওই নারী অভিযোগ, ‘ইসলামের নানা রীতি আমাকে দিয়ে জোর করে করানো হত। কিন্তু আমি ধর্ম বদল করতে চাই না।’
তাই সু-বিচারের আর্জি জানিয়েছেন ওই নারী। ইতোমধ্যে এ ঘটনার তদন্তে নেমে পড়েছে পুলিশ।
ভারতীয় একটি গণমাধ্যমকে ওই নারী বলেছেন, ‘আমার স্বামী নিজেকে হিন্দু পরিচয় দিয়ে বিবাহ করেছিলেন তাকে। শ্বশুর বাড়ি যাওয়ার পর বুঝতে পারি, আমার স্বামী মুসলিম। তিনি আমাকে জোর করে ধর্মান্তরের চেষ্টা করেছেন। এমনকি ইসলামি রীতি মেনে পুনর্বিবাহের চাপও দিয়েছে স্বামীর পরিবার।’