শরীফ সাথী’র দু’টি কবিতা

বৃষ্টি ঝরা রাত
শরীফ সাথী

বৃষ্টি ঝরা রাত ৷ ঘুমহীন একাকী এপাশ ওপাশ ৷
হঠাৎ মনে পড়লো ফেসবুক অন করে আড্ডা দিই ৷
ঠিক তাই ৷ অপর প্রান্ত থেকে প্রতিক্ষারত আবেগী কণ্ঠ ভেসে এল ৷
কি দারুণ সময় কাটছিল ! মাঝরাত
গল্পতে গল্পতে গড়িয়ে ভোর ৷
এভাবে কাটালাম কতদিন ৷ তারপর
কর্মহীন আমাকে ছেড়ে কর্মলোকের সঙ্গী হয়ে ঘর বাঁধতে চলে গেলে দূর শহরে ৷ বৃষ্টি ঝরা রাত এলে স্মৃতি শুধু স্মৃতি…. ৷

ঝরনা
শরীফ সাথী

নদী তীরের বয়ে চলা ঝরনা পাশে আজও বসি ৷
হাতের ছোঁয়া দিই শীতল জলে ৷ মৃদু হেসে
ছোট ছোট পানির উনুন (ফোয়ারা ) উঠা দেখি ৷
চিকচিক বালির উপর বয়ে চলা জলে স্বচ্ছ ছবি দেখি ৷
কিন্তু পাশে বসা তুমি আমি ফ্রেমবদ্ধ ছবি এখন আর দেখতে পাইনা?