নতুন মেসিকে নিয়ে টানাটানি করছে আর্জেন্টিনা-স্পেন

চলছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল। এরি মধ্যে এ অাসর একেবারে শেষ প্রান্তে চলে এসেছে বাকি শুধু সেমিফাইনাল,ফাইনাল ম্যাচ। এ বিশ্বকাপে সুবিদা করতে পারেনি ফেবারিট আর্জেন্টিনা।২য় পর্বথেকে বিদায় নিয়েছে তারা ।

দলে তরুণ-যুবক খেলোয়াড়ের অভাব এবারের বিশ্বকাপে হারে হারে টের পেয়েছে আর্জেন্টিনা। আর এই বিষয় বুজতে পারল কিন্তু দেরিত। আগামী বিশ্বকাপকে সামনে রেখে অনূর্ধ্ব ১৫ ও ১৭-এর টিমকে গোছানোর কাজ হাতে নিয়েছে এসোসিয়েশন। অনূর্ধ্ব ১৫ দল গোছানোর দায়িত্বে থাকা পাবলো আইমার জানিয়েছেন, তিনি এরইমধ্যে নতুন মেসির দেখা পেয়েছেন। তাকে তিনি দলে পেতে বদ্ধপরিকর।

তিনি জানিয়েছেন তারা চাইলেই তা সম্ভব নয়। কারণ ‘নতুন মেসি’ বলে যাকে ইঙ্গিত করা হচ্ছে সেই লুকা রোমেরু স্পেনে থাকেন। আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো রোমেরুর সন্তান হলেও দশ বছর বয়স থেকেই স্পেনের মালোর্কা দ্বীপে আছেন লুকা। রোমেরু জন্ম নিয়েছে মেক্সিকোতে। তবে তার আর্জেন্টিনা ও স্পেন, দুই দেশেরই নাগরিকত্ব আছে। তাকে প্রথম নজরে আনেন হোরাচিও গাগগিওলি। এই হোরাচিওর ব্যাপারে বলা হয়, তিনিই প্রথম মেসিকে বার্সেলোনার নজরে আনেন।

ইতোমধ্যেই লুকা রোমেরুকে ‘নিউ মেসি’ নাম দিয়ে প্রশংসার বানে ভাসিয়ে দিয়েছে স্প্যানিশ মিডিয়া। বলা হচ্ছে, মাঠে যেনো উড়ে বেড়ান লুকা। বিশেষ করে তার বাম পা, প্রতিপক্ষের প্রত্যেকটা খেলোয়াড়কে ঘোল খাওয়াতে যেনো তার জুড়ি নেই। তবে এমন পারর্ফম ধরে রাখতে পারেন কিনা রোমেরু।তাহলে হয়তবা একসময় সেরাদের মধ্যে একজন হতে পারবেন।