বাংলাদেশের দর্শকদের কথা পৌছে গেছে ফিফার কাছে

বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশ থেকে অনেকাংশেই কমে গেছে আর্জন্টিনা ব্রাজিলের বিদায়ের পর। তবুও ফুটবল উন্মাদনা নিয়ে সবত্র চলছে হৈ চৈ। প্রিয় দলগুলোর বিদায় হলেও নতুন করে অন্য দলকে সমর্থন দিচ্ছেন বাংলাদেশের ক্রেজি সমর্থকরা।

বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে কতটা উন্মাদ তা হয়ত এতদিন শুধু এশিয়ার মানুষের জানা ছিল। তবে এখন ইন্টারনেটের যুগে বাংলাদেশের দর্শকদের কথা পৌছে গেছে বিশ্ব দরবারে, ফিফার কাছে।

যাদের নিয়ে বাংলাদেশের সমর্থকদের এত হৈ চৈ সেসব দেশের মানুষেও বাংলাদেশিদের উন্মাদনা দেখে আবেগ আপ্লুত হয়েছেন।

বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার কয়েকটি ছবি আপলোড করেছে ফিফা। তাদের ফিফা ওয়াল্ড কাপ নামের ফেইসবুক পেজে বাংলাদেশের চারটি ছবি আপলোড করে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’

বাংলাদেশি স্থানীয় সময় ভোর পাঁচটায় আপলোড করা চারটি ছবির মধ্যে পুরান ঢাকার গোল ফেস্টের তিন ছবি ও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির বড় পর্দার খেলা দেখার একটি ছবি স্থান পেয়েছে।

এখন পর্যন্ত ছবিগুলোতে ২৪ হাজার লাইক, বারোশো কমেন্ট ও সারে ছয় হাজার শেয়ার হয়েছে ফিফার পোস্টের।