এবার ডাচদের উড়িয়ে দিল টাইগ্রেসরা

এই তো কয়েকদিন আগের কথা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের ছেলেরা ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয়ভাবে হেরেছে। বিপরীতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার স্বাগতিক নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে সালমা বাহিনী।

এদিন, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ডাচ ব্যাটসম্যানরা। রানের খাতা খোলার আগেই ডাচ অধিনায়ক হিদার সিজারকে সাজঘরে পাঠান টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। এরপর ডাচ ধ্বংসযজ্ঞে যোগ দেন পান্না ঘোষ, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন। ডাচ মেয়েরাও গুটিয়ে যায় অর্ধশত রান (৪২) তোলার আগেই। ৩টি করে উইকেট নেওয়া রুমানা ও ফাহিমা এদিন রান দিয়েছেন যথাক্রমে ২ ও ৩। আর ১৩ রান দিয়ে পান্না ঘোষ নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে নাদিয়া আকতার ও সালমা নিয়েছেন একটি করে উইকেট।

এদিকে, মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চতুর্থ সর্বনিম্ন স্কোর তাড়া করতে নেমে ৭ উইকেট আর ৭৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। ওপেনার শামিমা সুলতানা ১৪, আয়েশা খাতুন ৬ ও নিগার সুলতানা ৪ রান করেন। আর ফারজানা হক ১১ ও রুমানা আহমেদ ৪ রানে অপরাজিত থাকেন। আগুন ঝরানো বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ফাহিমা খাতুন।

এর আগে, শনিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।