ইংল্যান্ডের বিপক্ষে খেলার ছাড়পত্র পেলেন ভিদা

কোয়ার্টার ফাইনালে রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু এর মাঝেই দুশ্চিন্তার ছাপ দেখা গিয়েছিল তাদের কপালে। কোয়ার্টার জিতে ক্রোয়েট ফুটবলার ভিদার উদযাপন নিয়ে শুরু হয়েছিল নতুন সমালোচনা। তবে সবকিছুকে পাশ কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নামার ছাড়পত্র পেলেন তিনি।

কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে একটু যেন বাঁধভাঙ্গা উল্লাসই মেতেছিলেন ভিদা। উদযাপনের এক পর্যায়ে ‘গ্লোরি টু ইউক্রেন’ বলে স্লোগান দিতে থাকেন। আর এতেই ঘটে বিপত্তি।

ভিদার সঙ্গে ছিলেন ইউক্রেনের ক্লাব দিনামো জাগরেবের মিডফিল্ডার ভুকোজেভিচ। যিনি ক্রোয়েশিয়ার হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন। তিনিও ভিডিওতে বলেন, ‘এই জয়টা দিনামোর সবার এবং ইউক্রেনের সবার।’

ফিফার এক মুখপাত্র রোববার ভিদার ভিডিও নিয়ে তদন্ত হচ্ছে বলে জানান। এর একদিন পরেই ভিদা নির্দোষ বলে আনুষ্ঠানিকভাবে জানায় তারা।

এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি দামোগ ভিদার ক্রোয়েশিয়া বনাম রাশিয়া ম্যাচের পর আপ্লোডকৃত ভিডিওতে রাজনৈতিক উস্কানিমূলক কিছু পায়নি। কিন্তু তাকে সাবধান করা হচ্ছে এরকম ভিডিও দ্বিতীয়বার যেন না দেন তিনি।’

ফিফার ডিসিপ্লিনারি রুলসের ৫৪ ধারায় বলা আছে, যদি কোন ফুটবলার মাঠের ভেতর রাজনৈতিক কোন স্লোগান বা রাজনৈতিক কোন ব্যাপারে ইন্ধন জোগায় তাহলে সে দুই ম্যাচ নিষিদ্ধ এবং তাকে ৩৮০০ পাউন্ড জরিমানা গুনতে হবে।