রোনালদোর দল-বদল নিয়ে রিয়ালকে সাবেক প্রেসিডেন্টের সতর্কবার্তা

গুঞ্জণের ডাল-পালা যতই বিস্তৃত হচ্ছে ততই পরিষ্কার হচ্ছে রোনালদোর জুভেন্টাসে যোগ দেয়ার বিষয়টি। বেশ কয়েকদিন ধরে বিশ্বের বড় স্পোর্টস মিডিয়াগুলো খবর রটাচ্ছে, ৮৮ মিলিয়নের বিনিময়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন সিআরসেভেন খ্যাত এই পর্তুগিজ তারকা।

প্রশ্ন হলো, পাঁচবারের ব্যালেন ডি’অর পুরস্কারে ভূষিত রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য কি করেননি? রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়ার ছাড়াও ক্লাবটিতে নিয়ে গেছেন অন্য মাত্রায়। তার বিনিময়ে কি পেয়েছেন? বলতে হবে কিছুই না। পেলেও তা পরিমাণে খুবই সামান্য। বিশ্বজুড়ে রোনালদোর সমকক্ষ কিংবা তার চেয়ে নিচের ক্লাসের যেসব প্লেয়ার আছে তাদের দ্বিগুণ টাকা দেয় ক্লাব কর্তৃপক্ষ। তারপরও এক অজানা ভালোবাসায় রিয়ালকেই নিজের বাড়ি বানিয়েছিলেন রোনালদো।

কিন্তু এত অবহেলার পরও যখন শোনা যায়, তার চেয়ে দ্বিগুণ বেতন দিয়ে অন্য আরেকজনকে ক্লাবে ভিড়ানোর চিন্তা রিয়ালের। তবে কি আদৌ বসে থাকার কথা রোনালদোর? কখনোই না।

রোনালদোর এমন ত্যাগ-তিতিক্ষা ভালোভাবেই উপলব্দি করেন ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট রোমেন কেলড্রন। তিনি মনে করেন, ‘রোনালদো চলে গেলে তার অভাবটা পূরণে ব্যর্থ হতে পারে রিয়াল মাদ্রিদের।’

টুট্টোকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছেন, ‘বিশ্ব ফুটবল বাজারে রোনালদোর অনেক সুযোগ রয়েছে। অনেক ক্লাব তাকে মন থেকেই চায়।’

এছাড়া তার নতুন ক্লাব জুভেন্টাসকে নিয়ে রোমেন বলেন, ‘বিশ্বের বড় ও জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে অন্যতম জুভেন্টাস। বিশ্ব ফুটবলে ক্লাবটির চাহিদা প্রচুর।