ফুটবল খেলার শক্তিই হারিয়ে ফেলেছি : নেইমার

চেষ্টা করেছেন প্রাণপণ। একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। তাদের দারুণ দারুণ সব শট রুখে দিয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক। কয়েকটা নিশ্চিত গোলের সুযোগ হেলায় লক্ষ্যভ্রষ্ট হয়েছে ব্রাজিলের। দিনশেষে তাই ব্যর্থ মনোরথে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে নেইমার-কুতিনহোদের। এমন বিদায় খুবই পীড়া দিচ্ছে নেইমারকে। এই বিদায় নেওয়াটাকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বিষণ্ন মুহূর্ত বলে উল্লেখ করেছেন। এমন বিদায়ের পর তার মনে হচ্ছে ফুটবল খেলার শক্তিই হারিয়ে ফেলেছেন। এতোটাই ভেঙে পড়েছেন তারা।

নেইমার বলেন, ‘বলতে দ্বিধা নেই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষণ্ন মুহূর্ত। খুবই বেদনাদায়ক। কারণ আমরা জানি যে সেমিফাইনাল ও ফাইনাল খেলতে পারতাম। ইতিহাস গড়তে পারতাম। কিন্তু সেটা আমরা পারিনি। আসলে এমন বিদায়ের পর ফুটবল খেলার শক্তিই হারিয়ে ফেলেছি। আমি নিশ্চিত সৃষ্টিকর্তা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার শক্তি আমায় দেবেন। আমি কখনোই সৃষ্টিকর্তার নাম নিতে ভুলব না। এমন কী পরাজয়ের পরও না।’

‘আমি এই দলের অংশ হতে পেরে আনন্দিত। যা কিছু হয়েছে তার সবকিছুর জন্য আমি গর্বিত। যদিও আমাদের স্বপ্ন ভেঙেছে। কিন্তু স্বপ্ন আমাদের মস্তিস্কে থাকবে, থাকবে হৃদয়ে।’ যোগ করেন নেইমার।

নেইমার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে সকলকে ধন্যবাদ নিয়ে লেখেন, ‘আমি তাদের সকলের কাছেই কৃতজ্ঞ যারা আমাদের সমর্থন দিয়েছেন, মেসেজ দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন।’