যে কারণে ব্রাজিলের হার! প্রকাশ্যে এল উদ্ভট কারণ

যে কারণে ব্রাজিলের – ভুল জার্সি পড়েই নাকি বিপত্তি! ব্রাজিলের হারের পিছনে নাকি তারকা ফুটবলারের ভুল জার্সি পড়াই কারণ। এমনটাই ভাবা হচ্ছে। এমনিতেই কেরিয়ারের সবথেকে বাজে ম্যাচ সম্ভবত খেললেন ম্যান সিটি-তে খেলা ফার্নান্দিনহো। ডিফেন্সিভ ব্লকার হিসেবে ক্যাসেমিরো না থাকায় কোচ তিতের ভরসা ছিলেন ফার্নান্দিনহো। তবে একেবারেই ডুবিয়ে দিয়ে যান তিনি।

নিজে আত্মঘাতী গোল যেমন করেন, তেমনই কেভিন ডি ব্রুইন, হ্যাজার্ডদের সামলাতেও ব্যর্থ। ব্রাজিল সমর্থকদের ‘ভিলেন’ বলে দিয়েছেন, ‘‘আমাদের পরিবারে যেন কারোর মৃত্যু ঘটল।’’ তবে ফার্নান্দিনহো-র জার্সি নম্বরই নাকি সমস্ত খারাপ পারফরম্যান্সের কারণ। এমনটাই জানানো হয়েছে ব্রাজিলের ক্রীড়া দৈনিক ‘ল্যান্স’-এ।

কীভাবে? ল্যান্সে লেখা হয়েছে, সাধারণত, ক্লাবে ফুটবলাররা যে নম্বরের জার্সি পড়ে খেলেন, জাতীয় দলের হয়েও সেই জার্সি দেওয়া হয়। তিতেও ফুটবলারদের ক্লাবের জার্সিই দেন। তবে ফার্নান্দিনহোর ক্ষেত্রে তা সম্ভব হয়নি। পেপ গুয়ার্দিওলার সিটি-তে ২৫ নম্বর জার্সি পড়লেও, জাতীয় দলের হয়ে ফার্নান্দিনহো-কে দেওয়া হয় ১৭ নম্বর জার্সি।

ঘটনাচক্রে, চার বছর আগে জার্মানির বিরুদ্ধে মহা বিপর্যয়ের ম্যাচেও ১৭ নম্বর জার্সি পড়ে খেলেছিলেন তিনি। সেই ম্যাচেও জঘন্য পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। বলা হয়েছে, অতীত বিপর্যয়ের স্মৃতিই হয়তো অবচেতনে রয়ে গিয়েছিল। তাতেই নাকি আত্মঘাতী গোল করেন। গোটা ম্যাচে বিশ্রী পারফরম্যান্স করে বসেন।