ব্রাজিল তারকাকে নিয়ে বার্সা-ম্যানচেস্টারের কাড়াকাড়ি

দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের। এই মুহুর্তে রাশিয়া ছেড়ে ক্লাব কিংবা নিজ দেশে অবস্থান করছেন খেলোয়াড়রা। লক্ষ্য কিছুদিনের বিশ্রাম। এরপর আবারো ফুটবলীয় লড়াইয়ে নামবেন নেইমার-জেসুসরা।

এদিকে বিশ্বের নামকরা মিডিয়াগুলোয় খবর চাউর হয়েছে, আসন্ন সামার সিজনে বেশ কয়েকজন খেলোয়াড় দল বদল করতে পারেন। এ তালিকায় নেইমার-এমবাপ্পে ও উইলিয়ানের নাম রয়েছে।

বিশ্বমিডিয়ার যদিও ইতোমধ্যে রোনালদোর দলবদলের খবরটি নিশ্চিত করেছে। নতুন ক্লাব জুভেন্টাসের হয়ে আসন্ন মৌসম কাঁপাবেন তিনি। বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো করে ক্লাবটি থেকে পাবেন তিনি। তবে এই মুহুর্তে গুঞ্জন ব্রাজিলের দুই তারকা নেইমার ও উইলিয়ানকে নিয়ে।

বিশ্বকাপ চলকালীন সময়ে গুঞ্জন উঠে, উইলিয়ানকে দলে ভিড়াতে প্রয়োজনে ১০০ মিলিয়ন ইউরো খরচ করবে বার্সেলোনা। যদিও পরবর্তীতে ৬০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয় স্প্যানিশ ক্লাবটি। কিন্তু তাতে মোটেও মন গলেনি চেলসির। কিন্তু এই মুহুর্তে ফের কথা উঠেছে, বার্সেলোনা নয় বরং ম্যানচেস্টার ইউনাইটেডের টার্গেট উইলিয়ান।

রোববার (৮ জুলাই) সান পত্রিকার এক প্রতিবেদনে উঠে আসে, ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ যে কোন মূল্যে ব্রাজিল তারকাকে দলে চাচ্ছেন। ২০১৩ থেকে ২০১৫ সেশন পর্যন্ত চেলসির কোচের দায়িত্ব থাকাকালীন উইলয়ানকে খুব কাছ থেকে দেখেছেন মরিনহো। এখন তিনি ম্যানচেস্টারে। তাই প্রিয় ছাত্রকে নিজের ক্লাবে খুব করে চাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আলোচনায় আসেন উইলিয়ান। সে ম্যাচটি ছাড়াও প্রতিটি খেলায় নিজেকে উজাড় করে দেন উইলিয়ান। যার কারণে তাকে নিয়ে একটু বেশি মাতামাতি লক্ষ্য করা যাচ্ছে।