এখন কে বাড়িতে যাচ্ছে? নেইমারকে খোঁচা

স্বপ্ন অধরাই রয়ে গেল ব্রাজিলের। নেইমার-জেসুস ও মার্সেলোদের হাত ধরে ‘হেক্সা মিশন’ সম্পন্ন করার ইচ্ছা ছিল কোচ তিতের। কিন্তু তা আর হলো কোথায়? বরং বেলজিয়ামের বিপক্ষে ধাক্কা খেয়ে দ্বিতীয় রাউন্ড থেকে দেশের বিমান ধরতে হলো সেলসাওদের।

বলতেই হবে, দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়লেও এবারের আসরে শুরু থেকে বেশ ছন্দে ছিল ব্রাজিল। নেইমার-কাসেমিরো ও কুতিনহোরা খেলেছেন আপন মনে। তাই তো কোচ তিতের শান্তনা নেইমারদের ঘিরে। হারের পর ছেলেদের পক্ষে কথা বলেছেন তিনি। বলেছেন, প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে ছেলেরা। বিশেষ করে নেইমারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কোচ-প্রেসিডেন্ট যতজন যত কথাই বলুক না কেন, হারের কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে নেইমারদের। বিদায় নেয়ার কষ্ট মোটেও ভুলতে পারছেন না তারা। ভুলবেন কী, উল্টো খোঁচা সহ্য করেত হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে হয়তো গলা একটু বেশিই চড়া ছিল মেক্সিকান খেলোয়াড়দের। সেটি যে ভালোভাবে নেননি নেইমার তা মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর তার কথাতেই বোঝা গিয়েছিল। ম্যাচে এক গোল ও এক ‘অ্যাসিস্ট’ করা নেইমার খেলা শেষে মেক্সিকোকে উদ্দেশ্য করে বলেন, ‘ওরা খেলার থেকে বেশি কথা বলে। এখন চুপচাপ বাড়ি ফিরে যাচ্ছে।’

তখন চুপ থাকলেও ব্যাপারটি যে ভুলে যাননি মেক্সিকো অধিনায়ক আন্দ্রেস গুয়ারদাদো, মোক্ষম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। সেটি পেয়েও যান দ্রুতই, বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন গুয়ারদাদো, যেটিতে স্প্যানিশ ভাষায় ব্রাজিলকে ব্যঙ্গ করে কিছু লেখা ছিল। যেটির বাংলা করলে দাঁড়ায়, ‘এখন কে বাড়িতে যাচ্ছে শুনি?’