‘মেসিকে অবশ্যই জাতীয় দল থেকে বিশ্রামে পাঠানো উচিত’

মেসিকে অবশ্যই জাতীয়- বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম জানতে চাইলে অনেকেই চোখ বন্ধ করে বলে দেবেন লিওনেল মেসির নাম। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে অনেক শিরোপাই জিতেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি আর্জেন্টিনার এই প্রাণভোমরার।

৩২ বছরের শিরোপার খরা ঘুচাতে রাশিয়া বিশ্বকাপকে মেসির শেষ সুযোগ বলে মনে করেছিলেন ফুটবলবোদ্ধারা। এমনকি আর্জেন্টাইন প্রাণভোমরা মেসি নিজেও। কিন্তু রাশিয়াও তাকে খালি হাতেই ফেরাল। কোনোরকমে গ্রুপ পর্ব পার হলেও ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নিতে হয়েছে মেসিকে।

বিশ্বকাপ শেষে তাই স্বাভাবিকভাবেই আরও একবার রব ওঠে, তবে কী এটাই ছিল আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ বিশ্বকাপ? এখন পর্যন্ত এ ব্যাপারে অবশ্য মুখ খোলেননি মেসি। তবে আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ সালে বিশ্বকাপ জয়ী তারকা মারিও কেম্পেসের মনে করেন, মেসির উচিত বিশ্রাম নেওয়া।

প্রয়োজন পড়লে পরবর্তী সময়ে মেসিকে আবারও ডেকে নেওয়ার কথাও জানিয়েছেন ১৯৭৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা কেম্পেস। দিন দুয়েক আগে মেসিদের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করা কেম্পেস আরও মনে করেন, আর্জেন্টিনার বর্তমান দল নিয়ে আর কোনো কিছু জেতা সম্ভব নয়!

কেম্পেসের ভাষ্য, ‘মেসিকে অবশ্যই জাতীয় দল থেকে বিশ্রামে পাঠানো উচিত। কেননা সে এখন আর পারছে না। আর্জেন্টিনায় যেসব খেলোয়াড় আছে তাদের নিয়ে আমাদের পরবর্তী মিশনের জন্য নেমে পড়া উচিত। এরপর প্রয়োজন পড়লে তাকে (মেসি) ডেকে নেওয়া যাবে।’

দুদিন আগেই আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা মারিও কেম্পেস। ছবি: সংগৃহীত

পুরো আর্জেন্টিনা দলকেই এখন ঢেলে সাজানো উচিত বলে মনে করেন কেম্পেস। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের এখন নতুন করে সব সাজানো উচিত। গত দশ বছর ধরে এই একই দল খেলছে। কিন্তু সাফল্যের ভাণ্ডার এখনো শূন্য। এখানেই শেষ, এদের চক্রপূরণ হয়েছে। এখন অন্যান্য নতুন খেলোয়াড়দের খোঁজ করা উচিত।’

বর্তমান দলে মেসির প্রতি অতিরিক্ত নির্ভরতার কারণেই যত সমস্যা বলে জানিয়ে কেম্পেস আরও বলেন, ‘আর্জেন্টিনা এখন মেসি বলতে পাগল। সে এই দলের প্রাণভোমরা। যেদিন মেসি ব্যর্থ হয়, সেদিন অন্য কেউ দলের দায়িত্ব নিজ কাঁধে নিতে পারে। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আমি ব্যক্তিত্ববোধ ও সাহসের কমতি দেখতে পাই।’