বিশ্বকাপে সেমিফাইনালের ফিকশ্চার

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হলো শনিবার। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপে যে চারটি দল সেমিফাইনাল খেলেছিল এবার তাদের একটি দলও সেমিতে উঠতে পারেনি।

সেমিফাইনালের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১০ ও ১১ জুলাই। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ১০ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম। ১১ জুলাই মস্কোর লুঝিনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত বারোটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বেলজিয়াম। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইডেনকে ২-০ গোলে পরাজিত করে ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে স্বাগতিক রাশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল পর্বের ফিকশ্চার:

তারিখ ম্যাচ দল  বাংলাদেশ সময় ভেন্যু
১০ জুলাই, ২০১৮ প্রথম সেমিফাইনাল ফ্রান্স-বেলজিয়াম রাত বারোটা সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম
১১ জুলাই, ২০১৮ দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড-ক্রোয়েশিয়া রাত বারোটা লুঝনিকি স্টেডিয়াম