মালয়েশিয়ার জহুর বারুতে অবৈধ প্রবাসীরা দিনেরবেলায় লুকিয়ে কাজ করে রাতে থাকছেন জঙ্গলে (ভিডিও সহ)

মালয়েশিয়ার জহুর বারু থেকে মোতালেব নামের এক কর্মী জানিয়েছেন, ১০/১২ কর্মী গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর থেকেই জঙ্গলে রাত কাটাচ্ছেন। দিনেরবেলায় লুকিয়ে কাজ করে তারা রাতে জঙ্গলে থাকছেন। তাদের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন। জঙ্গলে নানা রকমের মশা,মাছি,সাপ বিচ্ছুর কামড় সহস্য করতে হচ্ছে।

শুধু তারাই না কয়েক হাজার বাংলাদেশী কর্মী জহুর বারুতে একই অবস্থায় রয়েছেন। দালাল চক্র প্রতি কর্মীর ভুয়া নিবন্ধনের জন্য সাড়ে ৫ হাজার থেকে ৮ হাজার রিঙ্গিত নিত। বেশ কিছু দালাল আটক হওয়ার পর বাংলাদেশী বহু কর্মী আর্থিকভাবে আরও ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।

তারা বৈধতাও পাবে না। আবার ধরা পড়লে শাস্তির মাত্রা বেড়ে যাবে। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বিদেশী কর্মীদের বৈধকরণের জন্য রিহায়ারিং নামে একটি প্রকল্প ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি চালু করে দেশটির সরকার। ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন।

এই সুবিধা নিয়ে যারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে এখন গ্রেফতার অভিযান চলছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এর নাম দিয়েছে ‘মেগা-থ্রি’ অভিযান। এই অভিযানে দেশটিতে বিভিন্ন দেশের ২১ হাজারের বেশি কর্মী আটক হয়েছে। অভিযান চলতে থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে।