সম্প্রতি দেশে দুটি সিটি করপোরেশন নির্বাচন হলো। খুলনা ও গাজীপুর দুই সিটি নির্বাচনেই বিএনপি উপস্থিত থাকলেও জামায়াত প্রার্থী দেয়নি।
কিন্তু আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি নির্বাচনে বিএনপির বিরুদ্ধে গিয়েই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মাধ্যমে জামায়াতকে প্রার্থীতা প্রত্যাহার করতে চাপ দেওয়া হলে সিলেটে কোনোভাবে রাজি নয় জামায়াত। হঠাৎ করেই জামায়াতের এমন পদক্ষেপ কেন? সিলেট সিটিতে জামাতের অংশগ্রহণের কারণ অনুসন্ধান করতে গিয়ে বাংলা ইনসাইডার জানতে পেরেছে চমকপ্রদ তথ্য।
বরাবরই জামায়াত ছিল ইসলামিক ভোটের মূল দাবিদার। কিন্তু নির্বাচনের মাঠে না থাকায় অন্য ইসলাম পছন্দ দলগুলো তাঁদের ভোট পাচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত খুলনা ও গাজীপুর সিটিতে দেখা গেছে, নির্বাচনে একাধিক ইসলাম পছন্দ দল থাকলেও মূলত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনই জামায়াতের ভোট কেড়ে নিচ্ছে। খুলনা সিটিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. মুজাম্মিল হক হাতপাখা প্রতীকে ১৪ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন। আর গাজীপুর সিটিতে ইসলামী আন্দোলনের মো. নাসির উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট।
জামায়াত নেতৃত্বের উপলব্ধি হলো, তারা নির্বাচনে না গেলে ইসলামিক ভোটগুলো ধীরে ধীরে বেহাত হয়ে যাবে। সিলেটে ইসলামিক ভোটের ব্যাংক বেশ সমৃদ্ধ। তাই বেশ আঁটঘাট বেধেই ওই সিটিতে মাঠে নেমেছে জামায়াত। অন্তত সিলেটের ইসলামিক ভোট বেহাত হতে দিয়ে চায়না জামায়াত। সূত্র: বাংলা ইনসাইডার
ভোরের পাতা