জাপানের চার প্রদেশে টানা বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যাসহ নানা বিপর্যয়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৬২ জনের প্রাণহানি হয়েছে বলে জানা যায়। এছাড়া নিখোঁজ হয়েছে ৫০ জনের বেশি।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে এ তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া বিভাগ হনশু দ্বীপের পশ্চিমের চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। এলাকাগুলোর বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
জাপানের দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ বড় ধরনের বিপর্যয় এড়াতে এরই মধ্যে সাড়ে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। আরও ৩০ লাখ মানুষকে তাদের বাড়ি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা দিতে পুলিশ, দমকলকর্মী ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৪৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। শিকোকুর মটোয়ামা শহরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।