বিশ্বকাপ সেমি-ফাইনালে নিজ দেশের খেলা দেখতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়া সফর করবেন।
এজেন্টকে আক্রমণের ঘটনা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ব্রিটিশরা রাশিয়ার সঙ্গে কুটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে। তারপরও তাদের অন্যতম মিত্র দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়া সফর করবেন।
গত শুক্রবার তার দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমাদের নীল জার্সির ছেলেরা ভাল করছে। মঙ্গলবার তোমাদের সঙ্গে দেখা হবে।’
ফ্রান্স সেমি-ফাইনালে পৌঁছলে তাদের খেলা মাঠে বসে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাক্রন। গত শুক্রবার উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে লেস ব্লুসরা সেন্ট পিটার্সবার্গের সেমি-ফাইনালে পৌঁছার পর পরই ম্যাক্রনের রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।