নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পরে আফরিন সুলতানা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে শাহাগোলা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আফরিন সুলতানা শাহাগোলা গ্রামের আঙ্গুর হোসেনের মেয়ে। সে শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
আত্রাই থানার ওসি মোবারক হোসেন জানান, কিভাবে ঘটনা ঘটল তার খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়াও বিষয়টি আত্মহত্যা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে সান্তাহার থানার (জিআরপি) দায়িত্বরত উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদ জানান, ঘটনার পর পরিবারের লোকজন নিহতের মৃতদেহ নিয়ে যাওয়ায় তাকে থানা হেফাজতে নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।