বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রিয় শিক্ষার্থীরা চর্চার জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো
১. বাংলাদেশ — দেশ।
২. বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য —করতে সক্ষম।
৩. খাদ্য ঘাটতি পূরণের জন্য আমরা — হতে খাদ্য আমদানি করি।
৪. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে —।
৫. বাংলাদেশের প্রায় —মানুষ গৃহহীন।
৬. প্রতিবছর প্রায় —লক্ষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে।
৭. সকলের জন্য — নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন।
৮. নিরাপত্তা আর কাজের খোঁজে — মানুষ শহরে চলে আসছে।
৯. শহরের — মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।
১০. সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক —প্রভাব পড়ছে।
১১. সমাজের অগ্রগতিতে —অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১২. — কারণে অনেক মা-বাবা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না।
১৩. . স্বাস্থ্যহীনতার কারণে অনেকে—করতে পারে না।
১৪. মানুষ গাছপালা — বাড়ি-ঘর তৈরি করছে।
১৫. অধিক ফসল ফলাতে প্রচুর রাসায়নিক —- ব্যবহার করা হয়।
১৬. ভূ-গর্ভের — উত্তোলনের ফলে পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
১৭. — উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি।
১৮.দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক —সুষ্ঠু ব্যবহার করা সম্ভব।
১৯.দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক — অর্জন করা সম্ভব।
২০. — কর্মসূচির মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়।
বাম
ডান
ক. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান
খ. শ্রমশক্তি রপ্তানি
গ. মৌলিক শিক্ষার উন্নয়ন
ঘ. বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি কারিগরি প্রশিক্ষণ পদ্ধতি।
ঙ. কর্মমূখী শিক্ষা ব্যবস্থার জন্য
মূলধন
বৃত্তিমূলক প্রশিক্ষণ পদ্ধতি।
সৃজনশীল পদ্ধতি।
শিক্ষা
প্রাকৃতিক সম্পদ
কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন।
উত্তর: ক. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান— শিক্ষা।
খ. শ্রমশক্তি রপ্তানি — বৃত্তিমূলক প্রশিক্ষণ পদ্ধতি।
গ. মৌলিক শিক্ষার উন্নয়ন — সৃজনশীল পদ্ধতি।
ঘ. বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি — কারিগরি প্রশিক্ষণ পদ্ধতি।
ঙ. কর্মমূখী শিক্ষা ব্যবস্থার জন্য— কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন।
গণিত
গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক ,
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে। প্রশ্নকাঠামো অনুযায়ী ১ নং ( সংক্ষিপ্ত প্রশ্ন ২০ টি থাকবে ২০ টির উত্তর দিতে হবে ) এর সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি ।
৭ম অধ্যায় / দশমিক ভগ্নাংশঃ
১। ১৮.৫৭৫- ১৫.৮৯৫ = কত হবে ?
উ: ২.৬৮
২। ০.০০২´.০২´.২ কত ?
উ: ০.০০০০০৮
৩। গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
উ: ০.২৫
৪। ১ কুড়ি লিচুর দাম ১৪০ টাকা হলে ০.৫ কুড়ি লিচুর দাম কত ?
উ: ৭০ টাকা
৫। একজন শিক্ষার্থীর ওজন ৩০ কেজি হলে ১.৫ টন সমান কত জন শিক্ষার্থী হবে ?
উঃ ৫০ জন ।
৬। যে কোনো অংকের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে দশমিক বিন্দু কোন দিকে সরে ?
উ: ডানে ।
৭। যে কোন অংকের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যে কোন সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দু কোন দিকে সরে ?
উ: বামে ।
৮। ১ মিটার লোহার পাতের ওজন ২.৩৫ কেজি হলে ৪ মিটারের ওজন কত ?
উ: ৯.৪ কেজি
৯। ১ টি কলমের দাম ২০.২৫ টাকা হলে ৮ টি কলমের দাম কত ?
উ: ১৬২ টাকা ।
১০। দশমিক সংখ্যার দশমিক বিন্দুর ডানদিকের স্থানের নামগুলো লেখ ।
উ: দশমাংশ , শতাংশ , সহস্রাংশ ইত্যাদি ।
১১। দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বাম দিকের স্থানের নামগুলো লেখ ।
উ: একক , দশক , শতক ইত্যাদি
ইংরেজি
হিমন এডওয়ার্ড গোমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
Unseen
Read the text carefully and answer the questions 5, 6, 7 and 8 :
Inteet has a meaning. It means inteational network through computer.
There is a central mode of the inteet it controls centrally connection among computers of the world inteet refers to WWW, that means world wide web. I inteet plays a vital role in netting computer by inteet we can do many things. It helps us visit the world in the winkling of an eye. There are different companies that work as media server. Yahoo, Hot mail, Google, etc. are the media server. Inteet helps us join global social gatherings like facebook, twitter, wi-fi etc. At present, we are meaningless without inteet. It helps us connect with the world. We are influenced by inteet wholly, solely and vitally, we need to develop its concept truely.
5. Fill in the gaps with the best word from the box. Find the information in the text. There are extra words which you need not use : 1´ 5 = 5
controls
develop
connect
influenced
connection
meaning
netting
meaningless
(a) The — of inteet is inteational network through computer.
(b) A central modem — the connection of computer of the world.
(c) Life without inteet is –.
(d) We are — by inteet fully.
(e) We need to — its concept.
6.Write true or false. If false, give the correct answer. 1´6 = 6
(a) Inteet has a meaning. It means inteational network through computer.
(b)Central mode of the inteet plays no role for control and central connection among computers of the world.
(c) Inteet refers to WWW, that means world wide web.
(d) Inteet helps us visit the world in the winkling of an eye.
(e) Yahoo, Hot mail, Google, etc. are the media server.
(f) We dont require inteet wholly, solely and vitally.
7.Answer the following questions in a sentence or sentences. 2 ´ 5 = 10
(a) What is inteet?
(b) What are media servers?
(c) How does inteet function?
(d) Why should it be developed?
(e) What is its utility?
8. Suppose, you are Rikta. Now, write a letter to your friend Farzana about ‘inteet’. 10