এসএসসি পরীক্ষা প্রস্তুতি

কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে কিসের উদ্ভব হয়?

পদার্থবিজ্ঞান

ড. মো. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ সাভার, ঢাকা

পূর্ব প্রকাশের পর

২১. একটি বস্তুর ১ম সেকেন্ড বেগ 4ms-1এবং ২য় সেকেন্ড বেগ 8ms-1 এবং ৩য় সেকেন্ড বেগ 12ms-1। বস্তুটির ত্বরণ কত?
ক) 4ms-2 খ) 8ms-2

গ) 12ms-2 ঘ) 0ms-2

২২. গতির সমীকরণ কোন ক্ষেত্রে ঘটে যখন বস্তুটি কোন পথে চলে?
ক) সম ত্বরণ খ) সম বেগ

গ) ক ও খ ঘ) সম দ্রুতি

২৩. কোন বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করলে বস্তুর কোন বেগ শূন্য হবে?
ক) আদিবেগ খ) শেষবেগ

গ) ক ও খ ঘ) মুক্তিবেগ

২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে কিসের উদ্ভব হয়?
ক) বেগ খ) ত্বরণ

গ) দ্রুতি ঘ) সরণ

২৫. ভূ-পৃষ্ঠের কোনটির মান সমান নয়?
ক) a খ) R গ) g ঘ) খ ও গ

26. g এর মান ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতলে কত ডিগ্রি অক্ষাংশে আদর্শ ধরা হয়?
ক) ৩০০ খ) ৪৫০ গ) ৬০০ ঘ) ৯০০

২৭. পড়ন্ত বস্তুর সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক) স্থির অবস্থান খ) বিনা বাধা গ) শূন্য আদিবেগ ঘ) সবগুলি

২৮. পড়ন্ত বস্তুর প্রয়োগে কোন বল থাকবে?
ক) মহাকর্ষ খ) অভিকর্ষ

গ) চৌম্বকবল ঘ) বৈদ্যুতিক বল

২৯. কোন বস্তুর বেগ সর্বোচ্চ উচ্চতায় কত হবে?
ক) শূন্য খ) ৯.৮মি/সে গ) ৪.৯মি/সে ঘ) ১.৯মি/সে

৩০. স্থিরাবস্থা হতে চলতে আরম্ভ করে 625mদূরত্ব অতিক্রম করলে একটি বস্তুর বেগ125ms-1 হলে। বস্তুর ত্বরণ হবে—
ক) 12.5ms-2 খ) 10.5-2

গ) 12ms-2 ঘ) 20ms-2

৩১. একটি বস্তুকে 98ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
ক) 49m খ) 490m

গ) 98m ঘ) 9.8m

৩২. জা:বি: স্কুল ও কলেজ মাঠে মঈনুল একটি ক্রিকেট বলকে নিক্ষেপ করলে একটি বাসার জানালায় 2ms-1 বেগে আঘাত করে। মাঠ থেকে জানালার উচ্চতা ছিল 4m। তাহলে বলটির আদিবেগ কত ছিল?
ক) 82.4ms-1 খ) 98.8ms-1

গ) 96ms-1 ঘ) 9.07ms-1

উত্তর:২১ ঘ, ২২ ক, ২৩ক, ২৪ খ, ২৫ ঘ,

২৬ খ, ২৭ ঘ, ২৮ খ, ২৯ ক, ৩০ ক, ৩১ খ, ৩২ ঘ