বিশ্বকাপ সেমিফাইনালে নিষিদ্ধ নেইমার-কৌতিনহো!

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। এই শেষ আট থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল বা শেষ চারে। কিন্তু দল হয়তো উঠবে, দলের সেরা তারকারা না-ও উঠতে পারেন সেমিফাইনালের মঞ্চে। কেন? নেইমার, কৌতিনহো, পল পগবার মতো তারকারা যে আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়!

গায়ের উপর চেপে গেছে হলুদ কার্ড। কোয়ার্টার ফাইনালে আর একটি হলুদ কার্ডই সর্বনাশ করে দিতে পারে নেইমার-পগবাদের। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টের সেমিফাইনালের আগে কোনো খেলোয়াড় যদি টানা দুই ম্যাচ হলুদ কার্ড পান, তবে পরের এক ম্যাচে নিষিদ্ধ হবেন।

তারকা হারানোর এই শঙ্কাতে আছে টুর্নামেন্টের হট ফেবারিট ব্রাজিলও। ব্রাজিলের তিন খেলোয়াড় ইতোমধ্যেই হলুদ কার্ড পেয়ে বসে আছেন। তাদের মধ্যে আছেন বড় দুই তারকা নেইমার আর ফিলিপ কৌতিনহো। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। সেই দলে তো হলুদ কার্ড আছে পাঁচ খেলোয়াড়ের। যাদের মধ্যে অন্যতম কেভিন ডি ব্রুইন, থমাস মুনিয়ের আর ইয়ান ভারটোঙ্গেন।