গত দুই বছরে একটি ম্যাচেও হারেনি বেলজিয়াম

দেখতে দেখতে শেষের দিকে রছে এসেছে রামিয়া ফুটবল বিশ্বকাপ।ইতি মধ্যে ১ম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ।কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে উরুগুয়ে,সুইডেন,ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, রাশিয়া ও ক্রোয়েশিয়া।এর মধ্যে অন্যতম বেলজিয়াম।

জাপানের বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও স্টপেজ টাইমের শেষ মিনিটে নাকের চাডলির গোলে কাউন্টার এ্যাটাক থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।এবার শেষ আটে উঠার পথে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

কিন্তু ব্রাজিলকে নিয়ে কোন বাড়তি চিন্তা করছেন না বেলজিয়ামের কোচ মার্টিনেজ।তিনি বলেন’ফেভারিট’ ব্রাজিলকে রুখে দেওয়ার ক্ষমতা তাদের আছে। ব্রাজিল-বেলজিয়ামের ম্যাচটা বিশ্বকাপের সেরা ম্যাচ হবে বলে মনে করছেন রবার্তো মার্টিনেজ।

এই নিয়ে শেষ ২৩ ম্যাচের একটিতেও হারেনি বেলজিয়াম। মার্তিনেস যোগ দেওয়ার পরের মাসে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছিল দলটি। তার অধীনে বেলজিয়ামের ওটাই ছিল প্রথম ম্যাচ এবং এখন পর্যন্ত ওই একটিই হার। অর্থাৎ টানা ২৩ মাসে কোনো হার নেই দলটির।

তিনি আরো বলেন,সোমবার আমরা যেভাবে খেলেছি সেই একই ধরনের মানসিকতা দেখাতে পারলে আমাদের বড় সুযোগ রয়েছে। এটা আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের ম্যাচ। তারা এই ধরনের ম্যাচ খেলার জন্য জন্ম নিয়েছে। স্বাভাবিক ভাবেই আমরা জয়ের জন্যই মাঠে নামবো। কিন্তু ব্রাজিলের বিপক্ষে অবশ্যই সেটা প্রত্যাশিত নয়।’

প্রহর গুনছে ফুটবল ভক্তরা ।আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে এ দিন রাত ১২ টায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও বেলজিয়াম মুখোমুখি হবে। ম্যাচ গুলো সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশন,নাগরিক টেলিভিশন,সনিসিক্স,টেন২ ।