সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বেশ কিছুদিন ধরেই ফেসবুকে সরব। তিনি ফেসবুকে পোস্টে নিজের নানা চিন্তাভাবনার কথা জানাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘উন্নত মন, উন্নত চিন্তা, সুন্দর জীবন—পরিবর্তনের ঝড় আসছে…। খুব অল্প সময়ের মধ্যেই জানাব আমার পরিকল্পনা। বর্তমানে আমি দেশেই আছি এবং দেশ থেকেই জানাব।’
এর আগে গত মাসে এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে। আমার প্রিয় কাপাসিয়াবাসীদের কাছে আমার অনুরোধ, আপনারা কাপাসিয়াতে কোনো অপরাজনীতি হতে দিবেন না।’
তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়ার পবিত্র মাটিকে নিয়ে যাঁরা নোংরা টাকার অপরাজনীতি করছেন, এই পবিত্র মাটিকে কলুষিত করার চেষ্টা করছেন, তাঁদেরকে সাবধান করে দিতে চাই, কান টানলে মাথা আসবে, একে একে মুখোশ উন্মোচিত হবে।’